অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : তুমুল সমালোচনার মুখে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির দায়ে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চানকে বাদ দিয়ে তার আপন চাচাতো ভাই সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান আতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

রবিবার (১৫ মে) দুপুরে দলের মনোনয়ন বোর্ড নতুন করে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেন। নৌকার নতুন প্রার্থী আতাউর রহমান আতা ২০০০ সালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের সাবেক মেম্বর আফজাল হোসেন মালিতার ছেলে।

এলাকাবাসী জানায়, নৌকার নতুন প্রার্থী ব্যবসায়ী আতাউর রহমান আতা খুবই সাদাসিধে মানুষ। তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নে কোন হানাহানি বা সংঘাত থাকবে না। তবে স্থানীয় আওয়ামীলীগের বড় চ্যলেঞ্জ হচ্ছে নৌকার নতুন প্রার্থীকে পাশ করানো। ওই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহিউদ্দীনের ছেলে যুবলীগ নেতা আবু সাঈদ বিশ্বাস ও বর্তমান ইউপি মেম্বর আসাদুজ্জামান সুজন প্রার্থী হলে নৌকার প্রার্থীকে বিজয় করানো কঠিন হবে বরেও অনেকেই মনে করছেন।

(একে/এসপি/মে ১৫, ২০২২)