মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুরে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে মর্জিনা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণ পাড়ার মকবুল খানের মেয়ে ও শুকুর আলীর স্ত্রী।

জানা যায়, বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে মর্জিনা বাবার বাড়ী থাকেন। প্রচন্ড গরমে গৃহস্থালির কাজ শেষে বাড়ীর পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাকে না দেখে বাড়ীর লোকজন খুঁজতে খুঁজতে নদীপাড়ে গেলে নদীর পানিতে মর্জিনার কাপড়ের অংশ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা নদীতে নেমে অথৈই পানিতে ডুবে যাওয়া মর্জিনার মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি মর্জিনার মৃগী রোগ থাকার কারনে পানিতে পড়ে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোন্নাফ হোসেন মন্টু খবরটি নিশ্চিত করেন।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, একজন গৃহবধূ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার খবর লোকমুখে শুনেছি। তিনি মৃগী রোগী ছিলেন।

(এসএম/এসপি/মে ১৫, ২০২২)