বিশেষ প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে শতবর্ষে শেখ মুজিব, সুবর্ণে স্বাধীনতা শিরোনামে শিশু কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবে আসামের প্রখ্যাত লেখক ও সাংস্কুতিক  ব্যক্তিত্ব নট্টোচার্য পাখিলা কালিতাকে "বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পদকে " ভূষিত করা হয়।

এই পদক প্রদান করে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের আয়োজকরা। বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বর্ণাঢ্য এ উৎসবে ভারতের তক্ষশীলা - আসাম, উত্তর প্রদেশের আগ্রা,পশ্চিমবঙ্গের কলকাতা, অল ইন্ডিয়া এবং পঞ্চগড়ের সাংস্কৃতিক দলের সাথে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার তাদের সাংস্কৃতিক সৃষ্টিকর্ম পরিবেশন করেন।

পঞ্চগড়ের বোদায় শতবর্ষে শেখ মুজিব, সুবর্ণে স্বাধীনতা শীর্ষক দিনব‍্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার (১৫ মে) শেষ হয়েছে। প্রতিবেশি দেশ ভারতের তক্ষশীলা -আসাম, উত্তর প্রদেশেরর আগ্রা, কলকাতা ও পঞ্চগড়ের সাংস্কৃতিক দলের সমন্বয়ে অনুষ্ঠিত উৎসব দর্শকদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ উভয় দেশের শিল্পীদের সমন্বয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও জীবন নিয়ে লেখা নাটক এপার ওপার নৃত‍্যনাট্য পরিবেশন করে অল ইন্ডিয়া, পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারে বাইগার পারের বাঙালি। অনুষ্ঠানে ভারতীয় মোট ৪৩ জন ও দেশের ১০৭জন বিভিন্ন পর্যায়ের শিল্পিরা অংশ নেন।

অনুষ্ঠান দেখতে আসা দর্শকরা জানান, প্রতিবেশী দেশ ভারতের শিল্পীদের সাথে ভাষাগত পার্থক্য থাকলেও তাদের অনুষ্ঠান পরিবেশনার ধারাবাহিক ও মঞ্চায়ন দর্শকদের মুগ্ধ করেছে জানিয়ে দর্শকরা বলছেন, প্রতিবেশি দেশের সাথে এমন আরও আয়োজন হলে উভয় দেশের সংস্কৃতির ধারা বিকশিত হবে।

নট্রোঞ্জলি থিয়েটার আর্টস আগ্রা'র ডিরেক্টর অলকা সিং বলেন, "এদেশের সংস্কৃতির বিকাশে মেয়েদের এগিয়ে আসতে বাধা না দিয়ে উৎসাহ দেয়া প্রয়োজন।"

ন‍্যাশনাল পার্ফমেন্স আর্টস এসোশিয়েশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক আসাম প্রদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, নাট্যকার ও নির্দেশক নট্টোচার্য পাখিলা কালিতা,জানান, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটি ভারত বাংলাদেশের কাছে সমান সম্মানের।

পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার,নির্বাহী পরিচালক রহিম আব্দুর রহিম বলেন, উৎসবে বঙ্গবন্ধুকে নিয়ে ভারতীয় শিল্পীদের সাথে একই মঞ্চে দেশীয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে।

বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রবিউল ইসলাম বলেন, শতবর্ষে শেখ মুজিব, সুবর্ণে স্বাধীনতা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক মূলত পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের কর্ণধার রহিম আব্দুর রহিম।

(আর/এসপি/মে ১৬, ২০২২)