মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখা কমিটি অনুমোদন করা হয়েছে। এতে মো. সহিনুর রহমান খানকে সভাপতি ও হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশকে সাধারণ সম্পাদক করা হয়।

গতকাল রবিবার (১৫ মে) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ৬১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা শাখা কমিটি অনুমোদন করেন।

আজ সোমবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. মফিজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এমদাদ চৌধুরী, নবনির্বাচিত টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মো. সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি মো. হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, আইসিটি সম্পাদক মুহাম্মদ ইসমাইল হুসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন, কাবস্কাউট সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ-মিডিয়া সম্পাদক শামীম দেওয়ান প্রমুখ।

টাঙ্গাইল জেলা কমিটি অনুমোদনকালে উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতারা নবগঠিত কমিটিকে জেলার শিক্ষা ও শিক্ষকের মানোন্নয়নে অবদান রাখতে এবং শিক্ষকদের স্বার্থরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যেতে নির্দেশ প্রদান করেন।

(এসএম/এসপি/মে ১৬, ২০২২)