আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জমির ধান ভাগাভাগিকে নিয়ে হামলা-সংঘর্ষে দুই পক্ষের ১৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার জলিরপাড় গ্রামের মোহাম্মদ ফকিরের ছেলে লিটন ফকিরের জমি লীজ নিয়ে একই এলাকার হোসেন উদ্দিন ফকিরের ছেলে মফেল ফকির জমি চাষাবাদ করে। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে লিটন ফকিরের সাথে মফেল ফকিরের বাকবিতন্ডা হয়।

পরে মফেল ফকির জমির কাটা ধান নিয়ে লিটন ফকিরের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষে মফেল ফকির (৭৬), সামাদ ফকির (৪০), রবিন ফকির (২৫), মনোয়ারা বেগম (৪৫), রেহানা বেগম (৩০) আহত হয়। এসময় অপর পক্ষের লিটন ফকির (৪০), আব্দুল মান্নান ফকির (৬৭), আব্দুর রব ফকির (৬০), সিরাজ ফকির (৫৫), সাহাবুদ্দিন ফকির (৫০), শাহআলম ফকির (৪২), নুরুন নাহার (৪০) ও খাদিজা বেগম (৩৫) আহত হয়।

আহত মফেল ফকির জানান, আমাদের এলাকার লিটন ফকিরের জমি লিজ নিয়ে আমি চাষাবাদ করেছি। সেই জমির ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। এতে আমাদের পক্ষের ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

অপর পক্ষের লিটন ফকির জানান, মফেল ফকির আমার জমি লীজ নিয়ে চাষাবাদ করে। সেই জমির ধান ভাগাভাগিকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের সংঘর্ষে আমাদের ৮জন আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলা-সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পৃথক ভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের কেেরছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, দুই পক্ষের হামলা-সংঘর্ষের ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(টিবি/এসপি/মে ১৬, ২০২২)