সোহেল সানী, পার্বতীপুর : বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। জেলার চৌকস অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্মরূপ সোমবার (১৬ মে) দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় জানায়।

একজন সৎ সরকারি অফিসার হিসেবে তিনি পার্বতীপুর উপজেলাবাসীর নিকট পরিচিত লাভ করেন। তার উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, অবৈধ দখলবাজদের হাত থেকে সরকারী খাসজমি উদ্ধার করা, কম ভোগান্তিতে স্বল্প সময়ে ভূমি নামজারির ব্যবস্থা করা, মাদক ব্যবসায়ী, চোর, মাদক সেবী আইনের আওতায় এনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা ইত্যাদি। করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি করোনায় আক্রান্ত হন।

পার্বতীপুর উপজেলার সাধারণ জনগণ তাদের প্রতিক্রিয়া জানান, তিনি একজন সত্যিকারের জনবান্ধব এসিল্যান্ড। সত্যি একজন যোগ্য ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখে। উপজেলাবাসী তার কর্মকান্ডে অনেক খুশি।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি তথ্য বিভাগে মাষ্টার্স সম্পন্নের পর ৩৫ তম বিসিএস করে ২০১৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০২০ সালে ২৭ জুলাই পদোন্নতি পেয়ে ঠাকুরগাওঁ রানীশংকৈল উপজেলা এবং সবশেষে ২০২১ সালের ৮ আগস্ট দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, সততা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় তিনি সবার সহযোগীতা ও দোয়া কামনা করেন। দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য আজকের এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা কর্মকর্তা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

(এসএস/এএস/মে ১৬, ২০২২)