ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকিয়া প্রেমিককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই রায় প্রদান করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা সেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তার পরকিয়া প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা সেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামানিকের ছেলে মনিরুল হকের সাথে। বিয়ের পূর্ব থেকেই মুক্তি খাতুনের সাথে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল, বিয়ের পরও মুক্তি খাতুন তার পরকিয়া প্রেম অব্যাহত রাখে। এতে বাধা সৃষ্টি করলে পরকিয়া প্রেমিক তুষারের সাথে স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে। পরিকল্পনা অনুযায়ি ২০১৯ সালের ৩’রা জুন মুক্তি তার স্বামী সাইদুল ইসলামকে সাথে নিয়ে দাদার বাড়ি শক্তিপুর বেড়াতে যান। রাতে সাইদুল ইসলাম ঘুমিয়ে পড়লে পূর্ব পরিকল্পনা অনুযায়ি মুক্তি ও তার পরকিয়া প্রেমিক তুষার তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামানিক বাদি হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত আজ মঙ্গলবার এই রায় প্রদান করেন।

(আইএইচ/এএস/মে ১৭, ২০২২)