জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র সরবরাহ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে নাসির নামের এক ব্যক্তি। রবিবার (১৫ মে) দিবাগত রাত ৩টায় উপজেলার কুতুবজোম ইউনিয়নের সাহেব মিয়া পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় নাসিরের একজন সহযোগি পালিয়ে গেছে বলে জানা যায় পুলিশ সূত্রে।

আটক নাসির ওই এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত পুতু মিয়ার ছেলে। পুলিশ আরো জানায়, কুতুবজোম ইউনিয়নে রাতে টহল দেয়ার সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিলে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয় নাসির। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান (এলজি) উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানা অফিসার ইনচার্জ মো. আবদুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির তার কাছে থাকা অস্ত্রটি গোরকঘাটা বাজারে রিয়াজ নামের একজনকে সরবরাহ করতে বের হয়েছিল বলে জানায়। এসময় হাবিব নামে আরো একজন পালিয়ে যায়। ধৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(জেএস/এসপি/মে ১৭, ২০২২)