আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সালিশ বৈঠকে যাওয়ার সময় ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বিকাশ মন্ডল নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয়রা আহত ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আটটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী নামক এলাকায়। আহত বিকাশ মন্ডল আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (কদমবাড়ি গ্রামের) ইউপি সদস্য।

মঙ্গলবার দুপুরে আহত ইউপি সদস্য বিকাশ মন্ডল জানান, দীর্ঘদিন থেকে তাদের সাথে একই বাড়ির বিনয় মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অতিসম্প্রতি বিনয় তার সহযোগীদের নিয়ে মারধর করে আহত করে তার (বিকাশ) ভাই নিহার মন্ডল ও বোনজামাতা পলাশ মন্ডলকে। সোমবার রাতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই সালিশ বৈঠকে যাওয়ার সময় ত্রিমুখী এলাকায় বসে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বিনয়ের ছেলে বিপ্লব মন্ডলের নেতৃত্বে তার (ইউপি সদস্য) উপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হামলা ঠেঁকাতে গিয়ে ইউপি সদস্য ভাই প্রফুল্ল মন্ডলও আহত হয়।

আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/মে ১৭, ২০২২)