আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে শিল্পী শীল (১৪) নামের অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, বাল্য বিয়ের সংবাদ পেয়ে সোমবার রাতে ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে অভিযান চালিয়ে দীপক শীলের অষ্টম শ্রেনী পড়–য়া কন্যার বাল্য বিয়ে বন্ধ করা হয়। এ সময় কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা রেখে কনের পরিবারকে ছেড়ে দেয়া হয়।

(টিবি/এসপি/মে ১৭, ২০২২)