কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আসলাম মোল্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন। ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন।

মতবিনিময় সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে তথ্য প্রদান ও করনীয় সম্পর্কে বক্তব্য দেন সহকারী প্রোগ্রামার মো. মেহেদী হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, পৌর সচিব, ইউনিয়ন পরিষদ সচিব, প্রাথমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি সদস্য, ইউডিসি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম।

(কেএফ/এসপি/মে ১৭, ২০২২)