আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পদবঞ্চিত নেতাকর্মীদের হামলায় গুরুত্বর আহত হয়েছেন জেলার উজিরপুর উপজেলার নবগঠিত উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেন।

এরমধ্যে গুরুত্বর আহত ফোরকান হোসেনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আহত ফোরকান জানান, বরিশাল থেকে উজিরপুরে ফেরার পথে ইচলাদী বাসস্ট্যান্ডে বসে সোমবার সন্ধ্যায় উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে লাঞ্চিত করে শ্রমিকদলের পদবঞ্চিত খোকন ডাকুয়া, তাওহীদ বিন লাবিদ ও সোহেলসহ তাদের ৮/১০ জন সহযোগীরা।

খবর পেয়ে পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। পরবর্তীতে শহীদুল ইসলামকে নিয়ে বাড়িতে ফেরার পথে উল্লেখিত পদবঞ্চিতরা তার (ফোরকান) ওপর হামলা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে উজিরপুর ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত হামলাকারী খোকন ডাকুয়া ও তাওহীদ বিন লাবিদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ বলেন, হামলার ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মে ১৭, ২০২২)