আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অষ্টম ধাপের ইউপি নির্বাচনে জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শেখের কাছে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরপর পর্যায়ক্রমে সাধারণ ইউপি সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য পদের নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ শেখ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ২৬ মে যাচাই-বাছাই এবং ২৭ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ইউনিয়নে ১৪ হাজার ৯৫ জন ভোটার আগামী ১৫ জুন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

(টিবি/এসপি/মে ১৭, ২০২২)