ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালী জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভুত হয়েছেন। আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হই, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পাকিস্থানের অপশক্তিরা, পাকিস্থানের প্রেতাত্মারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আজকে সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে, তারা হুমকি দিচ্ছে-ক্ষমতায় না থাকলে পালাবার পথ পাবে না ! এগুলো হচ্ছে জঙ্গীদের কথা, জঙ্গীরা এভাবে হুমকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে আতংকিত করতে চায়। আজকে ফকরুল সাহেবরা যে বক্তব্য দিচ্ছেন ‘ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না’ এটা বেয়াদবের মতো কথা, সন্ত্রাসীদের মতো কথা, জঙ্গীবাদের মতো কথা, পাকিস্থানীদের মতো কথা । আসুন আমরা ঐক্যবদ্ধ হই, তাদের যেকোন ষড়যন্ত্র আমরা রুখবো । পাকিস্থানীরা নয় মাসের মধ্যে বিতাড়িত হয়েছিল। বঙ্গবন্ধু পিতা মুজিবের নির্দেশে বাঙ্গালীরা খালি হাতেই মাত্র নয় মাসেই সশস্ত্র পাকিস্থানীদের এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করেছেন। যে অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে সকল প্রতিবন্ধকতা গুড়ে বালির মতোই পড়ে থাকবে।

বঙ্গবন্ধুকে হত্যার পর ভারতে নির্বাসিত থাকার পরে ১৯৮১ সালে এই দিনে আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব নিয়ে দেশে ফিরে আসেন জননেত্রী শেখ হাসিনা। তিনি এখনো বন্দুকের নলের মাথায় থাকেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মিস্টি বিতরণ করা হয়।

(ওকে/এসপি/মে ১৭, ২০২২)