দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের গোয়ালচামট এর শ্রীধাম শ্রীঅঙ্গন এ ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে। শেষ দিন সকালে নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ করা যেতে পারে গত ৯ মে হতে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫২ তম জন্ম উৎসব এখানে পালিত হয়। উৎসব চলাকালে ফরিদপুর জেলা ছাড়াও আশেপাশে জেলা হতে শত শত ভক্ত বৃন্দ উপস্থিত হয়।

অনুষ্ঠানের শেষ দিন সারারাত জেগে ভক্তবৃন্দ অষ্টকালীন লীলা কীর্তন উপভোগ করে। উৎসব চলাকালে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এছাড়া স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে এ উৎসব উপলক্ষে শহরের মহিম স্কুলের মাঠে একটা মেলার আয়োজন করা হয়। এতে শতাধিক দোকানের পসরা নিয়ে দোকানে বেচাকেনা করেছেন।

অন্যদিকে উৎসব চলাকালে আবহাওয়া ভালো থাকার কারণে অনেক দর্শককে আঙ্গিনায় উপস্থিত হতে দেখা যায়। তবে প্রচণ্ড গরমের কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এদিকে এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দু সংগঠন ভক্তবৃন্দ দের পানীয় জল, মহাপ্রসাদ বিতরণ, মিষ্টান্ন বিতরণ ও শরবত পান সহ ইত্যাদি কর্মসূচি পালন করতে দেখা যায়।

(ডিসি/এসপি/মে ১৭, ২০২২)