আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গাজীপুরে আনন্দ র‌্যালির মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত আনন্দ র‌্যালিটি নগরীর বোর্ডবাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাইনবোর্ড ঘুরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩৫নং ওয়ার্ড কাউন্সিলর এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যর মধ্যে অংশ নেন- গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহ জালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, তাঁতী লীগের সহসভাপতি জামাল খান, মৎস্যজীবি লীগের সাবেক সদস্য সচিব এম আসাদুল কবির, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মোল্লা, শহীদুজ্জামান সুমন, আব্দুল জলিল খন্দকার, বাবুল হোসেন মন্ডল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইসমাইল হোসেন, আমির হোসেন ভুট্টু, জহিরুল ইসলাম হারুন সিপাই, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তন্ময় প্রমুখ।

অপরদিকে এ দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান রাসেল সরকার, মোঃ সাইফুল ইসলাম ও এস এম আলমগীর হোসেন। এতে মহানগর যুবলীগের বিভিন্ন নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলটি টঙ্গীর মেঘনা রোড থেকে হোসেন মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তারা।

অপরদিকে গাজীপুর শহরে একইদিন বিকেলে গাজীপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অপর একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি ভাওয়াল রাজবাড়ি মাঠ থেকে বের হয়ে শহরের জোড়পুকুর ও বরুদা এলাকায় গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ আলোচনাসভায় অংশ নেন।

(এস/এসপি/মে ১৭, ২০২২)