কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নব্বেইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের অন্যতম নেতা ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন না হলে বাংলাদেশ হতো মিনি পাকিস্তান। স্বাধীনতা বিরোধীরা একজোট হয়েই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সকলকে নিষ্ঠুরভাবে হত্যা করে স্বাধীনতাকে নসাৎ করার জন্যে। ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে স্বদেশের মাটিতে ফিরে আসেন দেশের মানুষের মুখে হাসি ফুটাতে। তাঁর পিতার স্বপ্নকে পূরণ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। যার ফলে বাংলাদেশ আজ বিশ্ববুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু আজ স্বপ্ন নয় বাস্তব।

অসীম কুমার উকিল বলেন, বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন থাকবে দেশ ততদিন নিরাপদ বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ মে) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া।

(এসবিএস/এএস/মে ১৭, ২০২২)