নাটোর প্রতিনিধি :সোমবার বিকেলে নাটোর শহরের কানাইখালী এলাকায় একদল দুর্বৃত্ত শহর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হয়নি। নাটোর-রাজশাহী মহাসড়কের ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে এই গুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, সোমবার বিকেল ৫ টার দিকে আব্দুল মালেক তার বাড়ির সামনের একটি চায়ের দোকানে ৪/৫ জন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চা খাচ্ছিলেন। এসময় ৮/৯ জনের একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে অর্তকিতে ককটেল ছুড়ে মারে। ককটেলটি তাদের তেকে একটু দুরে বিষ্ফোরিত হয়। এসময় মালেক সহ অন্যরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। দুর্বৃত্তরা তাদের পিছু ধাওয়া করে এবং কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় মালেক সহ সকলেই অক্ষত থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে ধরতে পারেনি।
নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাজনৈতিক বিরোধে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোন অভিযোগ হয়নি।
(এসপি/এসসি/সেপ্টেম্বর২৯,২০১৪)