এসকে সুলতান, আশুলিয়া : দেশের বিভিন্ন জেলায় আকষ্মিক ভাবে যে বন্যা হয়েছে সে সব জেলায় বন্যা দুর্গত সকল মানুষকে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সহয়তা  দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। 

আজ বুধবার সকালে সাভার উপজেলার দোসাইদ এলাকায় অধন্য স্কুল এন্ড কলেজের চারতলা ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, হঠাৎ করে যেসব এলাকায় বন্যা হয়েছে মানুষ দুর্ভোগে পড়েছে তাই মানুষের কষ্ঠ লাঘবে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে।সরকারের উন্নয়ন বাধা গ্রস্ত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু তাদের স্বপ্ন কোন দিন পুরণ হবে না বলেও বলেন তিনি।

পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার পাড়াগ্রাম ও মনোহরদি গ্রামে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, দোসাইদ একে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উজ্জল,চার নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(এসকেএস/এসপি/মে ১৮, ২০২২)