স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে রাজনৈতিক চক্রের প্ররোচনায় পড়ে পৌর মেয়রের বিরুদ্ধে করা মিথ্যা মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ইট ভাটা মালিক। আজ বুধবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের মেসার্স জামান ব্রিকসের মালিক মমতাজ বেগম ওই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মমতাজ বেগম বলেন, গত ১২ মার্চ ভোগতীনরেন্দ্রপুর গ্রামে মেসার্স জামান ব্রিকস নামে তার ইটের ভাটায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকেসহ ভাটার কর্মচারীদের আহত করে। এ সময় তারা একটি ট্রাক্টর ও অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়। ঘটনার সময় তিনি জ্ঞানশূণ্য হয়ে পড়ে রোধশক্তি হারায়। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রমূলকভাবে কতিপয় রাজনৈতিক চক্রের প্ররোচনায় পড়ে তিনি গত ১৩ মার্চ কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়লের নামে যশোর আদালতে একটি মামলা দায়ের করেন। পরে তিনি বুঝতে পারেন ওই ঘটনার সাথে প্রকৃতপক্ষে মেয়র রফিকুল ইসলাম মোড়ল কোনপ্রকার জড়িত নন। এজন্যে তিনি গত ১৬ মে যশোর আদালতে গিয়ে একজন আইনজীবীর মাধ্যমে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া যারা ওই ঘটনার সাথে জড়িত ও প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

(এসএ/এসপি/মে ১৮, ২০২২)