কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি গুদামে অভিযান চালিয়ে ১৫৬৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌর শহরের বাদুরতলী বাজারের হানিফ স্টোর্স'র গোপন গুদাম থেকে এ তেল উদ্ধার করা হয়। এ দোকানে প্রতিলিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা ও বোতলজাত সয়াবিন ২২০ টাকা লিটার বিক্রি করা হতো।

কলাপাড়া ও মহিপুরে একাধিক মুদী ব্যবসায়ীর গুদামে সয়াবিন তেল মজুদ আছে। এমন অভিযোগের প্রক্ষিতে পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্ব বুধবার দুপুরে বাদুরতলী বাজারে অভিযান চালায়।

পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিম জানান, মেসার্স হানিফ স্টোর্স'র গোপন গুদাম থেকে ১১৬০ লিটার দুই লিটারের বোতলজাত তেল ও ৪০৮ লিটার খোলা সয়াবিন উদ্ধার করেন। উদ্ধার করা তেলা প্রকাশ্যে ন্যায্যমূল্যে বিক্রি করে দেয়া হয়। এছাড়া মূল্য তালিকা সঠিক না থাকায় অপর এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, এ দোকানে দুই লিটার সয়াবিন তেলের বোতলের লেবেলে ৩২০ টাকা লেথা থাকলেও তারা বিক্রি করতো ৪৪০ টাকা। আর খোলা তেলের লিটার বিক্রি করতো ১৮০ টাকা। সরকারি এ অভিযানে তারা খুশি। এভাবে প্রতিটি গোডাউনে অভিযান চালালে তেলের বাজার নিয়ন্ত্রনে আসবে এবং তাদের বেশি দামে তেল কিনতে হবে না।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার( ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, বাজার নিয়ন্ত্রনে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা বোতলের গায়ে লেখা মূল্য অনুযায়ী দুই লিটার বোতলজাত সয়াবিন ৩২০ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন ১৩৬ টাকা মূল্যে বিক্রি করা হয় সাধারণ ক্রেতাদের কাছে।

(এমকে/এসপি/মে ১৮, ২০২২)