রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার মৎস্য দপ্তরের বাস্তবায়নে জলাশয় পুনঃখনন কাজ সমাপ্ত হয়েছে। মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ শুরু করেছেন সুফলভোগীরা। 

সরেজমিনে গিয়ে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য দপ্তরের আওতায় জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী জলকর (বড়কুড়া) জলাশয় পুন:খনন এর জন্য ১১ লক্ষ টাকা বরাদ্দ পায়। এলাকার ১২ জন সুফলভোগীর মাধ্যমে ৭ মার্চ/২০২২ খনন কাজটি শুরু করা হয়েছে। খনন কাজটি সমাপ্ত হওয়ার পরই পুকুর পাড়ে সবজি চাষ শুরু করেছেন সুফলভোগী সদস্যরা। মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে আর্থিক ভাবে লাভবান হতে পারবে বলে জানান তারা। অপরদিকে একই উপজেলার সভানন্দ ইউনিয়নে ৮ লক্ষ টাকা ব্যয়ে মরা পুকুর (কুমড়িয়ার বিল) পুনঃখনন কাজ প্রায় সমাপ্তর পথে।

এলাকার ১২ জন সুফলভোগীর মাধ্যমে কাজটি শুরু করা হয়েছে। তারা জানান, উক্ত জলাশয়টি দীর্ঘদিন থেকে মাছ চাষের অনুপযোগী ছিল। খনন কাজ সমাপ্ত হলে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা মানুষের কর্মসংস্থার হবে। সেই সাথে জলাশয়টি ইজারা দিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি বেকার মানুষদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানা যায়।

(আর/এসপি/মে ১৮, ২০২২)