রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুষ্ঠান শেষে গাড়িবহরের সঙ্গে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবুল হাসান (২৩) নামে এক ছাত্রলীগ নেতা।

নিহত বাবুল জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।

বুধবার (১৮ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সানন্দবাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল ওই ইউনিয়নের চর মাগুড়িহাট গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ ডিগ্রি কলেজের শেষবর্ষের ছাত্র ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল মিয়া বলেন, বুধবার সকাল থেকে সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছিলেন। এসময় ছাত্রলীগ নেতা বাবুল হাসান সাথে সাথে ছিলেন। কর্মসূচি শেষে এমপির গাড়িরবহরের সঙ্গে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবির বলেন, পণ্যবাহী ট্রাকের সঙ্গে বাবুল হাসানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তিনি মারা যান।

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক দুলাল মিয়াকে (৩৬) আটক করা হয়েছে। এব্যাপারে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(আরআর/এসপি/মে ১৮, ২০২২)