আ‌বু নাসের হুসাইন, সালথা : ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় কাইজ‌্যা, দাঙ্গা, হাঙ্গামা, হামলা, ভাংচুরের নিরসনের লক্ষে জনসাধারণদের সাথে পুলিশের মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বা‌লিয়া বাজার ক‌মি‌টির আ‌য়োজ‌নে বুধবার বিকা‌লে উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের বা‌লিয়া বাজা‌রে এই মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

বা‌লিয়া বাজার ক‌মি‌টির সভাপ‌তি মো. স‌রোয়ার মাতুব্বরের সভাপ‌তি‌ত্বে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মো. ওয়াদুদ মাতুব্বর। প্রধান আ‌লোচক হি‌সে‌বে উ‌প‌স্থিত ছি‌লেন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সা‌দীক।

এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা থানার অপা‌রেশন অ‌ফিসার এসআই গোলাম মোন্তা‌সির মারুফ, গ‌ট্টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ হা‌বিবুর রহমান লাভলু, বা‌লিয়া বাজার ক‌মি‌টির সাধারণ সম্পাদক সাজ্জাদ মাতুব্বর, স্থানীয় ব‌্যবসায়ী মো. মোশারফ তালুকদার, ডা. আ‌নোয়ার হো‌সেন, ডা. আব্দুল কাইয়ুম, স্কুল শিক্ষক হুমায়ুন ক‌বির প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ ও ব‌্যবসায়ীরা উপ‌স্থিত ছি‌লেন।

মত‌বি‌নিময় সভাটি সঞ্চালনা ক‌রেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল বাসার।

মত‌বি‌নিময় সভায় বক্তারা গ‌ট্টি ইউ‌নিয়‌নে কাইজ‌্যা, দাঙ্গা, হাঙ্গামা, সংঘর্ষ বাদ দি‌য়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক‌্যমত দেন এবং বা‌লিয়া বাজা‌রের উন্নয়‌নে সকল‌কে একসা‌থে কাজ করার কথা ব‌লেন।

(এএনএইচ/এএস/মে ১৮,২০২২)