মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ২০২১-২০২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃস্টির লক্ষে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্য থেকে নির্বাচিত সফল ভোগীদের মাঝে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সুবর্নচর উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা মাঠে প্রথম পর্যায়ে ১০ জন জেলেকে ১০ টি বকনা বাছুর প্রদান করা হয়।

সুবর্নচর উপজেলা মৎস অফিসার খোরশেদ আলমের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ব বিদ্যা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মৎস অফিসার ইকবাল হোসেন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে অথিতিরা জেলেদের মাঝে বকনা বাছুর তুলে দেন।

(এস/এসপি/মে ১৯, ২০২২)