আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : একটানা ৩০ বছর ধরে তিনি একই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ঘরের পাশের স্কুল হওয়ায় তিনি পুরো বিদ্যালয়টি নিজের খেয়াল খুশি মতো পরিচালনা করছেন।

স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে অভিভাবক ও এলাকাবাসী প্রধানশিক্ষক এইচএম নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অনতিবিলম্বে তাকে অন্যত্র বদলীর দাবী জানিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া-শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের।

ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীর দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম শুরুর পর থেকেই প্রধানশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নাসির উদ্দিন। ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি হওয়ার পর নিজের ইচ্ছেমতো তিনি (নাসির উদ্দিন) স্কুল পরিচালনা করে আসছেন। বিদ্যালয়ের পাশে প্রধানশিক্ষক নাসির উদ্দিনের বসতঘর হওয়ায় স্কুল ফাঁকি দিয়ে অধিকাংশ সময় তিনি পারিবারিক কাজে ব্যস্ত থাকেন। এমনকি বিদ্যালয়টি সরকারি হওয়ার পর থেকে অদ্যাবধি প্রধানশিক্ষক নাসির উদ্দিন একদিনের জন্যও শিক্ষার্থীদের পাঠদান করাননি।

অনিয়মের অভিযোগ সম্পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন দাবী করে অভিযুক্ত প্রধানশিক্ষক এইচএম নাসির উদ্দিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার সকালে অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সাল জামিল বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/মে ১৯, ২০২২)