নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক কিশোরীকে অপহরণের ৫দিন পর উদ্ধার করেছে পুলিশ । অপহরণের অভিযোগে ঘটনার মূল নায়ককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ খাস পাহুন্দা ওই যুবকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতালে এবং জবানবন্দি প্রদানের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয়েছে। 

থানায় মামলা সূত্রে জানা গেছে, ধামইরহাট পৌরসভার চকময়রাম গ্রামের জনৈক কৃষকের মেয়ে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে গত ১৪ মে দুপুর ২টার দিকে বিদ্যালয় গেট থেকে মোটর সাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায় তৌরিন হোসাইন (২৬) নামে ওই যুবক। তৌরিন হোসাইন জয়পুরহাট সদর থানার দক্ষিণ খাস পাহুনন্দা গ্রামের মো.সিরাজুল ইসলাম সরকারের ছেলে।

পরবর্তীতে মেয়ের বাবা জানতে পারেন যে তার মেয়েকে তৌরিন হোসাইন অপহরণ করেছে। বিষয়টি নিয়ে গত বুধবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানার এসআই শাহাজাহান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বুধবার দিনগত রাত আড়াই টার দিকে দক্ষিণ খাস পাহুনন্দা গ্রামে ছেলের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরনকারী তৌরিনকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী বলেন, মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরী ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী যুবককে গ্রেফতার করে। বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য নওগাঁ সদর হাসপাতাল এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএস/এসপি/মে ১৯, ২০২২)