জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ। বৃহস্পতিবার (১৯ মে) অপরাহ্নে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা খাদ্য পরির্দশক মুনসুরুল আলম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মোনতাসির মামুন প্রমুখ।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা খন্দকার মোনতাসির মামুন এ প্রতিবেদককে জানান, অত্র উপজেলায় চলতি বোর মৌসুমে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে মোট ৩ হাজার ৫ মেট্রিক টন ধান, প্রতি কেজি ২৭ টাকা দরে ৫৯ মেট্রিক টন গম ও চাতাল মালিকদের নিকট থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে মোট ২ হাজার ৮ শত ৩৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

(জেজি/এএস/মে ১৯, ২০২২)