ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ জমিন আলী ও আবু ওয়াজকুরুনী নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার বারুহাস গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এক অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬)ও বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫) কে গ্রেফতার করে।

শুক্রবার সকালের দিকে পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতেএ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বারুহাস গ্রামে রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার পাশে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । এসময় তাহাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়েছে।

এই ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

(আইএইচ/এএস/মে ২০, ২০২২)