মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটের দৌলত‌দিয়া প্রা‌ন্তে হঠাৎ পদ্মার পানি  বৃ‌দ্ধির কার‌ণে ব্যস্ততম ৫নং ফেরিঘাট পানিতে তলিয়ে গেছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ ঘাট দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ টি ঘাট থাকলেও বর্তমা‌নে ৩‌টি ঘাট সচল র‌য়ে‌ছে। ঘাট সংকটের কারণে দৌলতদিয়া প্রা‌ন্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকা‌লে দৌলতদিয়া ফে‌রিঘা‌টে দেখা যায়, দৌলত‌দিয়া প্রা‌ন্তের ৫নং ফে‌রিঘাট পা‌নি‌তে ত‌লি‌য়ে র‌য়ে‌ছে। অ‌নেক যাত্রী ঘা‌টে এ‌সে ফি‌রে যা‌চ্ছেন।

জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা খুলনা মহাসড়‌কে ফে‌রিপা‌রের অ‌পেক্ষায় র‌য়ে‌ছে সাত শতা‌ধিক যানবাহন। যানবাহনগু‌লোর ম‌ধ্যে শত শত যাত্রীবাহী বাস র‌য়ে‌ছে। মধ্যরাতে ফে‌রিঘা‌টে আসা বাসগু‌লো এখন পর্যন্ত ফে‌রি‌তে উঠতে পা‌রে‌নি। দীর্ঘ সময় ফে‌রিপা‌রের অ‌পেক্ষায় থে‌কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে যাত্রীদের। ট্রাক ও কাভার্ডভ্যানগু‌লোর ভোগা‌ন্তি দুইদিন পর্যন্ত।

যাত্রী ও চাল‌কেরা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, শোনা যায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে সাত‌টি ঘাট। এখন তো দুই‌টি ঘাট সচল র‌য়ে‌ছে। মানুষ এস‌ব ভোগা‌ন্তির জবাব সু‌যোগ পে‌লে দে‌বে। ঘণ্টার পর ঘণ্টা বৃ‌ষ্টির ম‌ধ্যে বা‌সের ম‌ধ্যে।
খাওয়া নাই, কখন ঢাকায় পৌছা‌তে পার‌বো তার ঠিক নেই।

বিআইডব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের ব্যবস্থাপক মো.শিহাব উদ্দীন ব‌লেন বর্তমা‌নে এরু‌টে যাত্রী ও যানবাহন পারাপা‌রে ১৯‌টি ফে‌রি চলাচল কর‌ছে। ঘাট সংক‌টের কার‌ণে আমা‌দের ফে‌রি চলাচল বিঘ্ন হ‌চ্ছে।

(এমজি/এএস/মে ২০, ২০২২)