কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন  পিপিএম বলেছেন, একটি আলোকিত সমাজ গড়তে মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপোস করব না। এলাকার দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সমাজে জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে কমিউনিটি পুলিশের আওতায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মাদক ও জুয়ামুক্ত সুন্দর সমাজ গড়তে একটি আস্থার জায়গা তৈরি করতে চাই। এ জন্যে চাই গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা। 

তিনি বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজকে সুন্দর করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।

শুক্রবার বেলা তিনটায় কেন্দুয়া থানায় ওসির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে খোলামেলা আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন। গত ১৯ মে বৃহস্পতিবার রাতে তিনি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কর্মে যোগদান করেন।

এ সময় ওসি আলী হোসেন আরও বলেন, সাহিত্য সংস্কৃতির উবর্বভূমি কেন্দুয়া। ইতিহাস ঐতিহ্যের ব্যাপ্তিও অনেক। এই গরবিনী কেন্দুয়া আরও সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিতে সকলে মিলেই একটি মাদক ও জুয়ামুক্ত আলোকিত কেন্দুয়া গড়তে হবে।

(এসবি/এসপি/মে ২০, ২০২২)