শিমুল সাহা, লক্ষ্মীপুর : ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে লক্ষ্মীপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।

এই উপলক্ষে ২২ রবিবার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অমিত রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সাজিযা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন।


প্রধান অতিথি বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১৫০ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমির কাগজপত্র হস্তান্তর করা হয়।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

(এসএস/এএস/মে ২৩, ২০২২)