শাহ্ আলম শাহী, দিনাজপুর : আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতলের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ১৬ দফা দাবি আদায়ে দিনাজপুরে আজ সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ আদিবাসী পরিষদ।
শেষে দাবী সম্মিলিত স্মারক নিয়ে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে আদিবাসী পরিষদের সদস্যরা। দাবি পুরনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি তুলে দিয়েছে তারা। কর্মসূচিতে অংশ নেন বাম রাজনৈতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন সামাজিজ সাংকৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আজ দুপুরের দিকে সরকারি কলেজ মোড়ে সমাবেশ করেন তারা। এসময় বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তারা। এসময় দাবির পক্ষে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেনসহ অন্যান্যরা।

(এস/এসপি/মে ২৩, ২০২২)