মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি ঈর্ষাপরায়ন কটুক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলা-মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে টাঙ্গাইলে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল- পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।

সোমবার সকালে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা শহরের ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাঁধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁর মুখেই বিক্ষোভ করে ছাত্রদল নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুজ্জামিল শাহিন, বিএনপি নেতা কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ন আহবায়ক একেএম আবদুল্লা, বিএনপি নেতা শাতিল, জেলা ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব আব্দুল বাতেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাজ্জাদ কবির সুমন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহারিয়ার হাসান শাতিল, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, শহর ছাত্রদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব শাহারিয়ার নাজিম শ্রাবন প্রমুখ।

বক্তারা, সারাদেশে ছাত্রদলসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের উপর হয়রানী মুলক মিথ্যা মামলা, গুম ও সাঁড়াশি অভিযানের তীব্র প্রতিবাদ জানান এবং তা অনতিবিলম্ভে বন্ধ করার দাবি জানান।

সমাবেশে বিএনপি, ছাত্রদল ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/এএস/মে ২৩, ২০২২)