সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ ফাইনাল খেলায় চিরাং ইউনিয়ন একাদশকে ০২ - ০১ গোলে হারিয়ে পৌরসভা একাদশ বিজয়ী হয়েছে।

সোমবার বেলা ২.৩০ টার দিকে কেন্দুয়া সরকারি কলেজ মাঠে এ খেলা শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খেলাটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের অধিনায়ক ও পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞার হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন খেলা উদযাপন কমিটির সভাপতি ইউএনও মাহমুদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, কেন্দুয়া থানার ওসি মোঃ আলী হোসেন পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, চিরাং ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল কবীর খান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় প্রচুর দর্শকের সমাগম ঘটে।

উল্লেখ্য গত ১৮ মে সকাল ১০টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল। উদ্বোধনী খেলা শেষে পর্যায়ক্রমে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার খেলায় পৌরসভা একাদশ বনাম চিরাং ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। খেলা অনুষ্ঠানটির ভাষ্যকার ছিলেন ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।

(এসবি/এসপি/মে ২৩, ২০২২)