ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : বিশ্বের অন্যতম রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাখাতকে যুগ উপযোগী সিদ্ধান্ত বাস্তয়নের মাধ্যমে উন্নত মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষে বিনা মূল্যে বই বিতরণের পাশাপাশি শহর বন্দর, গ্রাম গঞ্জের স্কুল, কলেজ, মাদ্রাসায় বহুতল ভবনসহ নানা সহায়তায় দিয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বাস্তবায়ন হবে বলে জানান এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এমপি। তিনি আরো বলেন, স্বাধীনতার পর বর্তমান সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছে। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার দুপুরে মহিপুর বাজার ডিগ্রি কলেজের দোতলায় সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিলের সভাপতিত্বে এবং ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল্যাহেল কবির ফারুক, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহিপুর বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, পলাশবাড়ী এসএমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ফজলুল হক রানা, আলীগ নেতা রঞ্জিত কুমার সরকার, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক সেরাজ ও স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

আলোচনা সভার পূর্বে এমপি মহিপুর বাজার ডিগ্রি কলেজের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও আরও একটি চরতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। এর আগে ধাপেরহাট তিলক পাড়ায় ৫শ মিটার হিয়ারিং বন্ড কাজের শুভ উদ্বোধন করেন। সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামে এইচবিবি/হেয়ারিং রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে পরিষদ কমপ্লেক্সে উপজেলা ভবনের উদ্বোধন, নলডাঙ্গা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাহেবের বাড়ির সামনে এইচবিবি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন, কামারপাড়া ইউপির নুরপুরে এইচবিবি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও জামালপুর ইউনিয়নে পাকা রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। শেষে সাদুল্লাপুর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফুটবল খেলায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

(এসআইআর/এএস/মে ২৪, ২০২২)