প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ স্কুল (এম এন একাডেমী) মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-- ২০২২(অনুর্ধ-১৭ বালক) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি জননেতা শাহাদাব আকবর চৌধুরী লাবু।

আরো যারা উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান,সংসদ উপনেতার এ,পি, এস শফিউদ্দিন চৌধুরী, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বীর মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক,শহীদনগর ইউপি চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নীলু, ফুলসূতী ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন মিয়া, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা খান,রামনগর ইউপি চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, চরযোশরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেবফকির,কৃষক লীগ সভাপতি জিন্নাহ সরদার, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠিনিক সম্পাদক জাহিদুর রহমান সইট মিয়া, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান ইলাহি, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া প্রমুখ।

ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী কাইচাইল ইউনিয়ন পরিষদ দল ও নগরকান্দা পৌরসভা দল, খেলাটি পরিচালনা করেন আবু ইউনুস খান, ফয়সাল, হাসিবুল হাসান রাজু।এ খেলায় নগরকান্দা পৌরসভা ১-০ গোলে কাইচাইল ইউনিয়ন কে পরাজিত করে।শাহদাব আকবর লাবু চৌধুরী বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন,খেলাটি উপভোগ করেন প্রায় ৫ হাজার দর্শক।

(পিবি/এএস/মে ২৪, ২০২২)