ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি কমার সাথে সাথে তীব্র হচ্ছে নদীভাঙ্গন।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৮ সেন্টিমিটার কমে বুধবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে বিপদসীমার ১.১৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল পরিমাপক হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পানি কমার সাথে সাথে যমুনা নদীর ডান তীরে শাহজাদপুর ও বামতীরের চৌহালীতে তীব্র হচ্ছে নদীভাঙ্গন। ইতিমধ্যেই এই দুটি উপজেলার ইউনিয়নের অন্তত দুই শতাধিক বসতভিটাসহ বিস্তির্ন ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনে সবকিছু হারিয়ে গবাদিপশু নিয়ে রাস্তার ধারে বা অন্যের জমিতে মানবেতর জীবনযাপন করছে ভাঙ্গনকবলিতরা। ভাঙ্গন এলাকায় পৌছেনি কোন ত্রান সহায়তা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনার পানি কমতে শুরু করছে। বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন এলাকায় জিওব্যাগ ফেলানো হচ্ছে।

জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, সরকারে দেয়া পর্যাপ্ত পরিমান ত্রাণ মজুদ রয়েছে। এখনও কোন ত্রাণ সহায়তার রিপোর্ট পাইনি । রিপোর্ট পাইলে ব্যবস্থা নেয়া হবে।

(আইএইচ/এএস/মে ২৫, ২০২২)