দিলীপ চন্দ, ফরিদপুর : গত এক সপ্তাহের ব্যবধানে ফরিদপুর জেলায় কমেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যে কারণে স্বস্তি বেড়েছে সর্বস্তরের জনগণ ডাক্তার ও সেবিকাদের।

আজ বুধবার দলসদর হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে ফরিদপুরের গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন ২৮০ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন। হাসপাতালে সেবিকা গোলাপী বেগম জানান এ অবস্থা স্বাভাবিক। বর্তমান বেশিরভাগ রোগী শিশু। তাছাড়া বিভিন্ন বয়সী রোগীরা আছেন। ডায়রিয়া ওয়ার্ডে কিছুসংখ্যক রোগী থাকলেও সার্জিকাল ওয়ার্ড এর বেশিরভাগ ই থাকা। মাত্র ৩ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসকরা জানান রোগীরা সচেতন হবার কারণে ডায়রিয়া সংখ্যা কমেছে । তাছাড়া বাইরের খাবার কম খাওয়ার কারণে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। এদিকে রোগীরা জানান মূলত খাওয়া-দাওয়া নিয়ম, অতিরিক্ত গরম এবং বাইরের খাবার খাবার কারণে তাদের সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করার কারণে তারা অনেকে সুস্থ আছে।

(ডিসি/এসপি/মে ২৫, ২০২২)