ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুলের প্রধান শিক ফজলুল হক সভাপতি ও ভাষা শহীদ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোক্তার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আরআরপি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, ইসরাইল হোসেন, মাসুদ হায়দার খান, রেজাউল ইসলাম রকি, মোছাঃ সেহেলী আক্তার শিউলি, যুগ্ম সম্পাদক আবু শাহিন, সোহরাব হোসেন, অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত সুজন, দপ্তর সম্পাদক খালিদ হাসান, প্রচার ও প্রকাশনা আমান উল্লাহ, সমাজ কল্যাণ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক মিয়া মোহাম্মদ আহম্মেদ কবির। এছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শিক্ষা ও গবেষণা সম্পাদক হামিদুর রহমান, মহিলা সম্পাদিকা নাসিমা খাতুন রাজিয়া।

এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির সম্মলনের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সম্মেলন প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্য শেখ কাওছার আহমেদ।

শিক্ষক সমিতির ঈশ্বরদী উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি জোমসেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুলাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও উপজেলা কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক মুরাদ মালিথা প্রমূখ। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি।

(এসকেকে/এসপি/মে ২৭, ২০২২)