শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে ৭ টি বাড়ীঘর ও ১ টি দোকান ভাংচুর করেছে। হামলায় শাহিদা খাতুন নামে এক নারী আহত হয়েছে।  এসময় একটি বাড়িতে ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এঘটনা ঘটে।

জানা যায়, নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাসের কর্মী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে মফিজ উদ্দিন বিশ্বাস এর সমর্থক শেখড়া গ্রামের আনারুল, ওমর, ইউসুফ এর নেতৃত্বে ২/৩ শ লোকজন প্রতিপক্ষ ফারুক হোসেন বিশ্বাস এর সমর্থকদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। সেসময় আজিম মেম্বার, ওহাব,আনজের আলী, তফিকুল, আতিয়ার আলাউদ্দিন ও জুলহাস এর বাড়িঘর ভাংচুর করা হয়। হামলাকারীরা আলাউদ্দিন এর বাড়ী ও জুলহাস এর দোকানে লুটপাট করে বলে অভিযোগ উঠেছে।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,শেখড়া গ্রামে বাড়ীঘর ভাংচুরের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআই/এসপি/মে ২৮, ২০২২)