ইবি প্রতিনিধি : শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সোমবার (৩০ মে) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি ) প্রশাসনিক ভবনের সামনে হতে  ফয়সাল সিদ্দীকি আরাফাতের নেতৃত্ব এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিপুল হোসেন খান, শাহজালাল সোহাগ, অনিক হাসান সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল শিক্ষাঙ্গন অস্থির করার চেষ্টা করছে ছাত্রদল সন্ত্রাসী রাজনীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়। তবে আমরা ছাত্রদলের এমন প্রয়াস সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করব।

ছাত্রলীগের ফয়সাল সিদ্দীকি আরাফাত বলেন, ‘বিএনপির সময় শিক্ষাঙ্গনে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশকে বিষিয়ে তুলেছিলেন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় শেখ হাসিনা শিক্ষার্থীদের হাতে বই এবং কলম তুলে দিয়ে তাদেরকে সঠিক পথে চালিত করেছেন। বিএনপি চাই শিক্ষাঅঙ্গনের পরিবেশ নষ্ট করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের ফায়দা লুটতে। ইবিতে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের কঠোর ভাবে প্রতিহত করা হবে’।

এসময় তিনি সকল শিক্ষার্থীদের ছাত্রদলের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আহ্বান জানান।

(এম/এসপি/মে ৩০, ২০২২)