রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর-ঢাকা রুটে ট্রেনের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা কমিটি।

প্রতিবাদের অনুষঙ্গ ছিল জামালপুর থেকে তিস্তা ট্রেনের ৬০টি আসন কেটে নেয়া, টিকেট কালোবাজারি বন্ধ, চট্টগ্রামগামী বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু করা এবং জামালপুর এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তনসহ রেলের যাত্রী সেবার মান বৃদ্ধি করা।

বুধবার (১ জুন) সকালে জামালপুর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ জলিল, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংবাদিক উৎপল কান্তি ধর প্রমুখ।

এ সময় বক্তারা জামালপুর থেকে কেটে নেওয়া ৬০টি আসন ফিরিয়ে দেবার অনুরোধ জানান। সেই সঙ্গে অবিলম্বে টিকিট কালোবাজারি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া চট্টগ্রামগামী বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু করারও দাবি জানানো হয়।

সর্বোপরি এই রুটে রেলের যাত্রী সেবার মান বৃদ্ধিতে রেল মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন বক্তারা।


(আরআর/এসপি/জুন ০১, ২০২২)