নাটোর প্রতিনিধি : নাটোরে জেএমবির সিরিজ বোমা হামলা মামলায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিদুল ইসলামের আদালতে ডা. কালামের স্বাক্ষ্য গ্রহন করা হয়।

এই মামলার মোট ৬৬ সাক্ষীর মধ্যে এপর্যন্ত ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। দীর্ঘ ৯ বছর ধরে চলা এই সিরিজ বোমা হামলা মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ অক্টোবর। আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। আগামি তারিখে তদন্ত কর্মকর্তার সাক্ষী গ্রহণ শেষে রায়ের দিন ধার্য্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সাক্ষ্য গ্রহণের আগে মামলার ৭ আসামী জেএমবি সদস্য আব্দুর রশিদ, সিহাব উদ্দিন সিহাব, শহিদুল্লাহ ওরফে ফারুক, দেলেওয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান, আব্দুল মতিন এবং শফিউল ওরফে তারেককে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগপত্র ভূক্ত ১০ আসামীর মধ্যে শায়েখ আব্দুর রহমান, আব্দুল আওয়াল ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের অন্য একটি মামলায় মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। আদালতে উপস্থিত আসামীরাও অন্যান্য জেলার মামলায় মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগষ্ট নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড, নাটোর প্রেস ক্লাবের সামনে ও পেট্রোলপাম্প সহ ৮টি স্থানে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটে। এতে বেশ কয়েজন পথচারী আহত হয়।

(এমআর/এএস/সেপ্টেম্বর ৩০, ২০১৪)