তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জণ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য জানানো হয় ।

জানা গেছে, আপগ্রেডেশনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে উপাচার্যের (ভিসি) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বৃহস্পতিবার (২ জুন) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বর্জণ করেছে শিক্ষক সমিতি। শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি রয়েছে।

একাডেমিক কার্যক্রম বর্জণ করায় ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরআগে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতি উপাচার্যের সাথে আলোচনায় বসেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে শিক্ষক সমিতি দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১ জুন) বিকাল সাড়ে ৫টায় এক জরুরী সভায় মিলিত হয়। দাবিসমূহ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে শিক্ষকরা বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান বলেন, শিক্ষক সমিতির দাবি সমূহ হলো প্রথমত, ইউজিসি কর্তৃক প্রেরিত 'পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষক নিয়োাগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থপরিপন্থী হওয়ায় হুবহু বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে অনুমোদনের লক্ষ্যে এজেন্ডাভুক্ত না করা। শিক্ষকদের মাধ্যমে একটি কমিটি করে ইউজিসির নির্দেশিকার আলোকে শিক্ষকদের জন্য একটি ভারসাম্যমূলক ও সামঞ্জস্যপূর্ণ নীতিমালা তৈরি করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা।

ওই শিক্ষক নেতা আরো বলেন, পারিতোষিক এর হার পুন:নির্ধারণ বিষয়ক কমিটি তাদের দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হার পর্যালোচনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পারিতোষিক পুনঃনির্ধারনের ক্ষেত্রে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থ কমিটির অনুমোদন সাপেক্ষে আসন্ন রিজেন্ট বোর্ডে পুনঃনির্ধারিত পারিতোষিক হারের বিষয়টি এজেন্ডাভুক্ত করা।

ওই শিক্ষক বলেন,তৃতীয়ত উচ্চতর পদে আবেদনকৃত যে সকল প্রার্থী আপগ্রেডেশনের যোগ্যতা অর্জন করেছেন, তাদের বোর্ডগুলো সম্পন্ন করে রিজেন্ট বোর্ডের এজেন্ডাভুক্ত করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড.মো. আবু সালেহ বলেন, বৃহস্পতিবার একদিন শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়নি এটা শিক্ষদের কাছে কষ্টকর। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি। তবে শিক্ষকদের এই দাবি গুলো যৌক্তিক । চাই উপাচার্য স্যার আমাদের সাথে এসব বিষয় নিয়ে খোলা মেলা আলোচনা করুক তাহলেই এ সমস্যা সমাধান হয়ে যাবে । আমরা আশা করি দ্রুতসময়ের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একিইএম মাহবুব বলেন, আমি ঢাকা আছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে শিক্ষকদের সাথে বৈঠক করব। তারপর শিক্ষকদের বেতন আপগ্রেডেশন সহ সব সমস্যার সমাধান করা হবে। দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার স্বার্থেই এটি করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

(টিকেবি/এসপি/জুন ০৪, ২০২২)