রাজন্য রুহানি, জামালপুর : “একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” প্রতিপাদ্যে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৫ জুন) দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সনাকের সভাপতি অজয় কুমার পাল, নারীনেত্রী শামীমা খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিশ্বে জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এ ক্ষতির হার কমাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

(আরআর/এসপি/জুন ০৫, ২০২২)