নূরুল আমিন খোকন, খোকন : ফেনীর সোনাগাজীতে গাঁজা গাছ সহ এক গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়। শনিবার (৪ জুন) রাতে তিনটি গাঁজার গাছ সহ মোঃ আবুল কালাম (৪০) নামে ওই গাঁজা চাষীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

সে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হোনার বাপের দোকান সংলগ্ন মৃত মীর আহম্মদের ছেলে। পুলিশ জানায়, কালাম একজন গাঁজা সেবনকারী ছিলেন। গাঁজা সেবনের পাশাপাশি গাঁজা ব্যবসার সাথেও জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে হয়ে ওঠেন গাঁজা চাষী। তাই নিজের বাড়ির পাশে খালের পাড়ে সবজি চাষের সঙ্গে গাঁজা গাছের বীজ রোপণ করে চাষ শুরু করেন তিনি। উৎপাদিত গাঁজা তিনি নিজেও সেবন করতেন এবং অন্যদের কাছেও খুচরা মূল্যে বিক্রি করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আটটার দিকে পুলিশ অভিযান চালিয়ে তিনটি গাাঁজার গাছসহ কালামকে গ্রেফতার করে।

সে পেশায় একজন গাছ কাটার শ্রমিক ছিলেন। গত বছর গাছ কাটতে গিয়ে গুরুত্বর আহত হন, কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ও খালের পাড়ে শাক সবজি চাষ করেন। এসবের আড়ালেই গাঁজা চাষ করে নিজের চাহিদা পূরণ করে আশপাশের মাদক সেবীদের কাছে নিয়মিত তার উৎপাদিত গাঁজা বিক্রি করে আসছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এনকে/এসপি/জুন ০৫, ২০২২)