নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীতে ইনফরমেশন এডুকেশন এন্ড কমিউনিকেশন (আইইসি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন স্বাস্থপুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে এক দিনের অবহিতকরণ কর্মশালা সম্পর্ণ হয়েছে।

গতকাল শনিবার (৪ জুন) ফেনী সদর উপজেলা পরিষদের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আইইএম ইউনিটের আয়োজনে ও ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন পরিবার পরিকল্পনা অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের পরিচালক আমির হোসেন, পরিবার পরিকল্পনা ফেনী অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, আইএমই ইউনিটের সহকারী পরিচালক স্বপন কুমার শর্মা, ফেনী পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ডা. তাসলিমা আক্তার।

ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. মোমিনুল ইসলাম সোহাগ, উপজেলা একাডেমীক সুপারভাইজার কামরুন নাহার প্রমুখ।
অবহিতকরণ কর্মশালায় বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই কাজ করতে হবে। বাংলাদেশে সকল পরিবারকে সুস্থ ও সুখী পরিবার হিসেবে গড়ে তুলতে পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে। বিনামূল্যে আমাদের এ তথ্য সেবা সবার কাছে তুলে ধরার আহবান জানান তিনি।

তিনটি বিষয় আমাদের ধ্বংস করে যাচ্ছে, তাহলো- মাদকাসক্তি, কিশোর গ্যাং ও পর্নোগ্রাফী। এসব বিষয়ে অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষক, ইমাম ও ডাক্তারদের সমাজের মানুষ এখনো সবচে বেশী সম্মান করেন। তাদের কথা মানুষ মেনে চলতে চেষ্টা করে, তাই আপনাদের মাধ্যমে তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে।

(এনকে/এসপি/জুন ০৫, ২০২২)