অঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নারী স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত নানা ভ্রান্ত ধারণা ভেঙে দেয়ার লক্ষ্যে ও ক্যাম্পাসে স্যানিটারী ন্যাপকিন সুবিধা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।

এছাড়া মেশিনের পাশেই মেয়েদের চেঞ্জিংয়ের জন্য একটি বিশেষ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কমনরুম সংলগ্ন এলাকায় মেন্সট্রুয়াল হাইজিন বান্ধব ওয়াশরুমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়ে ববি’র সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং স্টেপস এহেড’র প্রতিষ্ঠাতা দিল আফরোজ খানম বলেন, এখান থেকে যেকোনো ছাত্রী ১০ টাকায় স্যানিটারী ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।

সোমবার দিবাগত রাতে প্রেরিত এক ই-মেইল বার্তায় জানা গেছে, ওইদিন বিকেলে স্টেপস এহেড’র উদ্যোগে ও এসিআই’র সহযোগিতায় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে মেয়েদের জন্য মেন্সট্রুয়াল হাইজিন বান্ধব ওয়াশরুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, এর মধ্যদিয়ে নারীর স্বাস্থ্য সুরক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় মাইলফলক হয়ে থাকবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং স্টেপস এহেড’র প্রতিষ্ঠাতা দিল আফরোজ খানম।

(টিবি/এসপি/জুন ০৭, ২০২২)