কুষ্টিয়া প্রতিনিধি : অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহা সপ্তমী। বুধবার সকাল ৮টা ৫৮ মিনিটে শুরু হয় সপ্তমী। শুরুতেই দেবীর নবপত্রিকা প্রবেশ।

কুষ্টিয়ার সদরপূর পূজা মন্দিরের পূরোহিত তরুন কুমার বলেন, ঈশ্বর সব কিছুর মাঝে রয়েছেন। প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মধ্য নয়টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শোধন করে শুদ্ধ করে মাকে পূজা করা হবে।

এরপর কল্পনার মধ্য দিয়ে মাকে (দেবী) মনের আসনে বসানো হয়। বিধান অনুসারে অনুষ্ঠিত হবে বিহিত পূজা।


কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটি পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দী বলেন, সকল কুচক্রী এবং অশুভ শক্তি বিণাশ করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি এটাই আমাদের প্রার্থনা।

সোমবার সায়াংকালে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে সায়াংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠী পূজা।

এবার কুষ্টিয়ায় ২১০ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদরে ৬৬ টি, খোকসায় ৫৫ টি, কুমারখালীতে ৫১ টি, মিরপূরে ২১ টি, দৌলতপূরে ১০ টি ও ভেড়ামারায় ৭ টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

(কেকে/এএস/অক্টোবর ০১, ২০১৪)